January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 31st, 2021, 7:41 pm

গীতিকার রাসেল ও’নিলের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর নিজ বাসা থেকে রাসেল ও’নিল নামে পরিচিত বিশিষ্ট গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।

বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগানের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে রাসেল তার রুমে যায় এবং পরে রাত সাড়ে ১১টার দিকে তার পরিবারের লোকজন পুলিশকে ফোন করে জানায় রাসেল দরজা খুলছে না। পরে পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, বাসায় একটি সুইসাইড নোট পাওয়া গেছে যাতে বোঝা যায় এটি আত্মহত্যা। তবে পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে। শুক্রবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল এবং সফল গীতিকার রাসেল ও’নিল দলছুট ব্যান্ডের অনেক জনপ্রিয় গান এবং গায়ক বাপ্পা মজুমদারের জন্যও গান লিখেছেন। যেমন ‘মন ছুঁয়েছো’, ‘জোছনাবিহা‘, ‘দিন বাড়ি যায়, ‘সুর্য স্নানে চল’ ইত্যাদি।

উল্লেখ্য সাংবাদিক হিসেবেও কাজ করেছেন রাসেল। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপন শিল্পে যোগ দেন।

—ইউএনবি