গত বছরটা বেশ কেটেছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। আর নতুন বছরও শুরু হলো সুখবর দিয়ে। সম্প্রতি ‘পর্দার আড়ালে’ শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এবার জুটি বেঁধেছেন ইয়াশ রোহানের সঙ্গে।
ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন পারভেজ আমিন, এর গল্পও লিখেছেন নির্মাতা নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।
বছরের শুরুতেইে এই কাজ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ্, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।’
পরিচালক আমিন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।’
চিত্রনায়ক ইয়াশ রোহান বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত চমক হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না।’
উল্লেখ্য, চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন স্থানে ‘পর্দার আড়ালে’ -এর শুটিং শুরু হবে।
—ইউএনবি
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত