অনলাইন ডেস্ক :
কানাডার অন্টারিও প্রদেশে গাড়ি চাপা দিয়ে মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগে অনুমোদন দিয়েছেন কানাডার অ্যাটর্নি জেনারেল।
পুলিশ জানিয়েছে, হামলাকারী, ২০ বছর বয়সি ন্যাথানিয়েল ভেল্টম্যান পূর্বপরিকল্পিতভাবে ওই মুসলিম পরিবারের ওপর হামলা চালায়। বেশ কিছুদিন ধরেই স্থানীয় মুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল হামলাকারী।
গেল ৬ই জুন সন্ধ্যায় অন্টারিওর লন্ডন শহরে হাটতে বের হয়ে বর্ণবাদী ওই হামলায় নিহত হন সৈয়দ আফজাল, তার ৭৪ বছর বয়সি মা, স্ত্রী এবং তাদের মেয়ে ইয়ুমনাহ আফজাল। প্রাণে বেচে যায় তাদের ৯ বছর বয়সি ছেলে।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম