January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:29 pm

বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য কাজাখস্তান সরকার

অনলাইন ডেস্ক :

জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদের চাপে কাজাখস্তান সরকারপ্রধান পদত্যাগ করেছেন। বুধবার (৫ জানুয়ারী) কাজাখ প্রেসিডেন্ট কাশেম-জমার্ট তোকায়েভ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন। প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, তেলসমৃদ্ধ মধ্য-এশিয়ায় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ১০০ পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপরই দেশটির সরকার পদত্যাগে যেতে বাধ্য হয়। গত মঙ্গলবার প্রতিবাদ শুরু হয় দেশের অয়েল হাব বলে পরিচিত শহর মেঙ্গিস্টাতে। দ্রুত সেই সহিংস প্রতিবাদ অন্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। রাতেও বিক্ষোভকারীরা শহরের রাস্তায় ছিলেন। আলমাটিতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়েও বিক্ষোভ সামাল দিতে পারেনি সরকার।আগে এলপিজির দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু গত মঙ্গলবার এলপিজির ওপর থেকে সেই মূল্য তুলে নেওয়া হয়। ফলে অনেকটাই বেড়ে যায় এলপিজির দাম। বিক্ষোভের কারণে সরকার প্রথমে দেশে জরুরি অবস্থা জারি করে। বড় শহরগুলোতে লকডাউনও ছিল। তারপরও পরিস্থিতি সামলানো যায়নি। শেষ পর্যন্ত পদত্যাগপত্র দেন প্রধানমন্ত্রী। বিক্ষোভের বিষয়ে প্রেসিডেন্ট বলেছেন, এই ধরনের প্রতিবাদ অন্যায়। সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত বিক্ষোভকারীদের। এদিকে প্রেসিডেন্ট কার্যকরী প্রধানমন্ত্রী হিসেবে স্মাইলভকে নিয়োগ করেছেন।