January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 9th, 2022, 12:44 pm

ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৫ দিন পর ৪ মরদেহ উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর রবিবার চার জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

নিহতদের মধ্যে তিনজন হলেন জেসমিন আক্তার (৪০), তার মেয়ে তাসমিন আক্তার (১৯) ও সাব্বির ১৮।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল সাড়ে ৮টার দিকে ধর্মগঞ্জের কাছে নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে।

এর আগে ৫ জানুয়ারি সকালে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

এই ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ১০ যাত্রী নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেছেন, এ ঘটনায় এমভি ফারহান-৬ এর চালক ও মাস্টারসহ চারজনকে আটক করেছে পুলিশ।

—ইউএনবি