অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের নতুন জুটি হয়ে আসছেন নিপা আহমেদ রিয়েলী ও দিদার। নতুন এই জুটিকে দেখা যাবে ‘খোদা হাফেজ’ নামের সিনেমাতে। এ সিনেমার নায়িকা হিসেবে আগেই চূড়ান্ত ছিলেন রিয়েলী। আর গত ৭ জানয়ারি জানা গেলো, তার বিপরীতে কাজ করবেন দিদার। দিদারের অভিষেক হতে যাচ্ছে এই সিনেমা দিয়ে। বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটি পরিচালক অনিক বিশ্বাস। এছাড়াও অনেক পরিচিত মুখ এখানে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে যা পর্যায়ক্রমে জানা যাবে বলে জানান পরিচালক। সিনেমাতে অভিষেক হওয়ার বিষয়ে দিদার বলেন, ‘আমি ভালো একটা কাজের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। এই চলচ্চিত্রের আগেও কয়েকটি প্রস্তাব পেয়েছি। কিন্তু ব্যাটে-বলে মিলেনি। এবার সবকিছু ঠিকভাবে হয়েছে, তাই ছবিটি করছি।’ তিনি আরও বলেন, ‘পুরো তরুণ একটা টিম কাজ করছে এখানে। তাই বিষয়টি খুবই উপভোগ্য লাগছে। যদিও রিয়েলী আগে কিছু সিনেমাতে কাজ করেছে, তবে আমি একেবারেই নতুন। অভিজ্ঞতাও নতুন। জুটি হিসেবে চেষ্টা করবো আমরা আমাদের সেরাটা দেয়ার। বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে।’ চিত্রনায়িকা রিয়েলী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এ সিনেমার চরিত্রটি নিয়ে। একেবারেই নতুন ধরনের চরিত্র আমার জন্য। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করে শেষ করতে পারি সেজন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ নির্মাতা অনিক বিশ্বাস জানান, ‘খোদা হাফেজ’ সিনেমাটি আগামী ২০ জানুয়ারি থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। ভিন্টেজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটির প্রযোজক হিসেবে আছেন জামির হোসেন। অনন্য মামুনের ‘মেকাপ’ সিনেমা দিয়ে সিনেমা পাড়ায় পরিচিতি পান চিত্রনায়িকা রিয়েলী। আরও কিছু সিনেমার কথা চলছে। তার ভিড়ে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ সিনেমার কাজও শেষ করেছেন।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত