January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 19th, 2022, 8:13 pm

পাবনায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনা শহরের দিলালপুর মহল্লায় সোহাগ হোসেন(৩০) নামের এক সেনেটারী মিস্ত্রি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে।
নিহত সোহাগ পাবনা সদর থানার মাদারবাড়িয়া গ্রামের কামাল শেখের ছেলে।
মঙ্গলবার রাত ৮টার দিকে পাবনা শহরের দিলালপুর সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে কাজের উদ্দেশ্যে সোহাগ বাড়ি থেকে শহরে আসে। কাজ শেষে রাতে সোহাগ বাড়ি ফেরার পথে শহরের দিলালপুর সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় । পরে রক্তাক্ত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। তবে প্রাথমিকভাবে হত্যার কারন জানা যায়নি। ছিনতাইকারী না পূর্বশত্রুতাবশত: তাকে ছুরিকাঘাত করা হয়েছে সেটা জানা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।