জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সুযোগ বুঝে এক যুবককে বিভিন্ন অস্ত্র দিয়ে বিধম মারপিট করে হত্যার চেষ্টা করা হয়। গুরুত্বর আহত ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় যুবকের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর ফকিরপাড়ার লেবু মিয়ার সাথে দক্ষিণ পানাপুকুরের সাইদার রহমানের ছেলে নয়ন মিয়া, জুয়েল মিয়া জয় ও মৃত হায়দার আলীর ছেলে নাজমুল মিয়ার বিরোধ চলে আসছে। গত ১৮ জানুয়ারি মঙ্গলবার লেবু মিয়ার ছেলে হাসান আলী বাড়ির পাশের দোকানে খরচ করার জন্য যাচ্ছিলো। পূর্ব শত্রুতার জের ধরে নয়ন, জুয়েল ও নাজমুল হাসানকে একা দেখে উস্কানিমূলক কথাবার্তা ও খারাপ মন্তব্য করতে থাকলে হাসান প্রতিবাদ করে। এতে নয়ন, জুয়েল, নাজমুল ও তাদের বহিরাগত ভাড়াটিয়া বাহিনী সাইফুল হাসানকে দেশীয় বিভিন্ন অস্ত্র মারপিট করে। হাসান মাটিতে পড়ে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাসহ কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে চোটায় এবং হাড় কাটা জখম করে। হাসানের চিৎকারে এলাকার লোকজন তাকে গুরুত্বর আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হওয়ায় গঙ্গাচড়া হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করায়। বর্তমানে হাসান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকার সাইফুল, বুদাসহ অনেকে জানান, হাসানকে যেভাবে মারপিট করছিলো আমরা এগিয়ে এসে তাকে উদ্ধার না করলে হয়তো মেরে ফেলতো। হাছনা বেগম জানান, তারা সুযোগ বুঝে আমার ছেলেকে হত্যার চেষ্টা করে। লোকজনের সহযোগিতায় হত্যা থেকে রক্ষা পেলেও হাসপাতালে জীবন মরণ সন্নিকটে হয়েছে। আমি তাদের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেছি।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি