অনলাইন ডেস্ক :
পাকিস্তানের লাহোরে একটি বাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মোটরসাইকেলে রাখা বোমা থেকে এ বিস্ফোরণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে সন্দেহের তীর পাকিস্তানি তালেবানের দিকে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরের দিকে শক্তিশালী বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের ব্যস্ততম আনারকলি বাজার। মোটরসাইকেলে রাখা বোমা থেকেই এ বিস্ফোরণ হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মুহূর্তেই বিস্ফোরণস্থলে আগুন ধরে যায়। দিগি¦দিক ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিখ্যাত আনারকলি বাজারে বিস্ফোরণের পর মোটরসাইকেলটিতে দাউ দাউ করে আগুন জ¦লতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।হামলার কারণ জানা গেলেও এরইমধ্যে তদন্ত শুরু করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সিসিটিভির ফুটেজ দেখে বিস্ফোরণে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর পাকিস্তানি তালেবান টিটিপির দিকে। সম্প্রতি দেশটিতে সরকারি বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েক বার হামলা চালিয়েছে গোষ্ঠীটি। গত বৃহস্পতিবারের বোমা বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের