January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 24th, 2022, 8:14 pm

আফ্রিকা থেকে নেদারল্যান্ডে পাড়ি দিয়েছেন চাকায় বসে

অনলাইন ডেস্ক :

উড়োজাহাজের চাকায় বসে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে পাড়ি দিয়েছেন এক ব্যক্তি। ডাচ মিলিটারি পুলিশ জানিয়েছে, উড়োজাহাজের নোজ হুইল সেকশন থেকে তারা সেই ব্যক্তিকে উদ্ধার করেছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যেতে একটি কার্গো ফ্লাইটের সময় লাগে গড়ে ১১ ঘণ্টা। এক ব্যক্তি উড়োজাহাজের চাকায় চড়ে দীর্ঘ ওই পথ পাড়ি দিয়েছেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি নেদারল্যান্ডসের পুলিশ। রয়াল ডাচ্ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানে হেলমন্ডস বলেন, ‘উড়োজাহাজের নোজ হুইল সেকশনে যে ব্যক্তিকে পাওয়া গেছে, তিনি জীবিত রয়েছেন। আমরা তাকে হাসপাতালে নিয়েছি। তার অবস্থা স্থিতিশীল।’ খবর বিবিসির। জোয়ানে হেলমন্ডস আরও বলেন, এটা আসলেই মনে রাখার মতো ঘটনা যে ওই ব্যক্তি বেঁচে আছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যিনি চাকায় চড়ে শিফোল বিমানবন্দরে পৌঁছেছেন, তিনি বেঁচে আছেন। তবে এমন ঘটনা খুবই অস্বাভাবিক। এমন লম্বা যাত্রায় চাকায় ঝুলে থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, এত উচ্চতায় অক্সিজেন কম থাকে। এ ছাড়া ঠান্ডাজনিত জটিলতা তো রয়েছেই। এদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনওএসের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেড়েছে বিমানবন্দরে। এর মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছায়। তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। গত রোববার ফ্লাইটটি জোহানেসবার্গ থেকে নাইরোবি এবং পরে জোহানেসবার্গে যায়। ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে, না কেনিয়া থেকে উঠেছেন, এটা নিশ্চিত হওয়া যায়নি।