পাবনা শহরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্র নিহত এবং তার বন্ধু গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রনি (২০) সদরের মালঞ্চি ইউনিয়নের সিংগা পালপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ও পাবনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
আহত সাদির হোসেন (২০) চাটমোহর উপজেলার সোহাসপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও একই কলেজের শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানী জানান, শুক্রবার সন্ধ্যার পর দুই বন্ধু শহর থেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে হাসপাতাল রোড হয়ে সিংগা এলাকায় যাচ্ছিলেন। এই সময় জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
পরে লাশ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর
কোম্পানীগঞ্জে মাটির ট্রাক চাপায় প্রাণ হারালো এক কিশোর চালক
রংপুর অঞ্চলে শীতে বেড়েছে ঘন কুয়াশা আর হিম বাতাসে জবুথবু