নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের সবচেয়ে দীর্ঘ বজ্রপাতের রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় গত সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থা তথ্যটি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২০ সালের এপ্রিলে দেশটির তিনটি অঙ্গরাজ্যের ৭৬৮ কিলোমিটার এলাকাজুড়ে এ বজ্রপাত হয়েছিল। খবর বিবিবি, ওয়াশিংটন পোস্টের বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, একটিমাত্র বজ্রপাত টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের ৪৭৭ দশমিক ২ মাইল (৭৬৮ কিলোমিটার) এলাকায় হয়েছিল। এটি হিউস্টন থেকে দক্ষিণ-পূর্ব মিসিসিপি পর্যন্ত প্রসারিত, কলম্বাস, ওহিও এবং নিউ ইয়র্ক সিটির মধ্যে দূরত্বের সমান। এর আগের বজ্রপাতের রেকর্ডটি হয়েছিল ব্রাজিলে ২০১৮ সালে ৭০৯ কিলোমিটারের মেগা ফ্ল্যাশের। এ ছাড়া সবচেয়ে বেশি সময় ধরে স্থায়ী হওয়া বজ্রপাতের রেকর্ড গড়েছে উরুগুয়ে এবং উত্তর আর্জেন্টিনাতে ১৭.১ সেকেন্ড স্থায়ী হওয়া একটি ঝলকানি। ২০২০ এর ১৮ জুন এ বজ্রপাত হয়। সাধারণত বজ্রপাত ১০ মাইল দীর্ঘ আর কয়েক সেকেন্ড স্থায়ী হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আবহাওয়া ও জলবায়ুবিষয়ক অধ্যাপক র্যান্ডাল সার্ভেনি এক বিৃতিতে বলেছেন, সাধারণত বজ্রপাত ১০ মাইলের চেয়ে বেশি অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে না। এটি এক সেকেন্ডের কম সময় স্থায়ী হয়। তবে এই দুটি বজ্রপাতের রেকর্ড একেবারে অসাধারণ। উভয়টিই মেঘ থেকে মেঘ, মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে শেষ হয়েছিল, তাই কেউ বিপদে পড়েনি। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, এর আগে দুটি রেকর্ডই হয়েছে তীব্র ঝড়প্রবণ এলাকায়। ডব্লিউএমওর বিবৃতিতে আবহাওয়াবিদ রন হোল বলেছেন, এ বজ্রপাতের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন কিছু ছিল না। এগুলো বজ্রঝড়ের সময় ঘটেছে। সাধারণত, বজ্রপাত কয়েক সেকেন্ড স্থায়ী ও ১০ মাইল এলাকাজুড়ে বিস্তৃত হয়। বজ্রপাতের আশঙ্কাজনক বিস্তার নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও বলেছে, ১৯৭৫ সালে একটি বজ্রপাতে জিম্বাবুয়েতে সর্বোচ্চ ২১ জন নিহত হয়েছিল।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩