January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 2nd, 2022, 8:56 pm

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে মাদক উৎপাদন বেড়েছে

অনলাইন ডেস্ক :

সেনাবাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে মাদকের উৎপাদন বেড়েছে। এই মাদক পাচার হয়ে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও এই অঞ্চলের বাইরের দেশগুলোতে। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনডিওসি) এক কর্মকর্তার বরাত দিয়ে গত মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইউএনডিওসি জানিয়েছে, গত মাসে লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারের কর্তৃপক্ষ অন্তত ৯ কোটি মেটাফেটামিন ট্যাবলেট এবং ৪৪ লাখ টন ক্রিস্টাল মেটাফেটামিন উদ্ধার করেছে। এই মাদকগুলো মিয়ানমারের শান রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউএনওডিসির আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস বলেন, ‘মিয়ানমারে গত বছরের উৎপাদিত মেথ ইতোমধ্যে চরমপর্যায়ে গিয়ে ঠেকেছে এবং এটি নিম্নমুখী হওয়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মিয়ানমারে মাদক ও সংঘাত অবিচ্ছেদ্য, একটি অপরটির পরিপূরক। বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা পাচারকারীদের পক্ষে কাজ করে।’ তিনি জানান, গত বছর সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে। শান রাজ্যের কৃষকরা কোনো উপায় না পেলে আগামী আফিম চাষে হয়তো ফিরে যাবে। মাদক নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবেশী থাইল্যান্ডে, মিয়ানমারে উৎদিত অবৈধ মাদক একটি ঐতিহ্যবাহী রুট হচ্ছে প্রতিবেশী থাইল্যান্ড। দেশটিতে ২০২১ সালে ৫২ কোটি মেটাফেটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছিল, যা এর আগের বছরের তুলনায় ৩৬ কোটি ১০ লাখ পিস বেশি।