January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 7:18 pm

সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জ সদরে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় বুধবার রাত সোয়া ৮টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত আকবর আলী (৪০) উপজেলার হাটসারটিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

জেলার সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. সিদ্দিক আহম্মেদ জানান, রাত সোয়া ৮টার দিকে রান্ধুনীবাড়ী বাজারে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ৪টি মদের বোতল ও একটি ব্যাগ উদ্ধার করেছে।

তিনি জানান, তদন্তের পর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

—ইউএনবি