January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 7:42 pm

কোটি ভিউয়ের মাইলফলকে মাশরাফির বন্ধুত্বের সেই ঘটনা

অনলাইন ডেস্ক :

প্রায়ই চোখে পড়ে বিভিন্ন নাটক কোটি ভিউয়ের মাইলফলক পার করলো। সেসব নাটকের ক্ষেত্রে দেখা যায় এই ভিউয়ের পেছনে থাকেন কোনো না কোনো ট্রেন্ডি তারকা বা তারকা জুটি। তবে অবাক করা হলো ব্যাপার, এমন কোনো সুপারস্টার ছাড়াই একটি নাটকের ক্লিপ একদিনেই এক কোটি ভিউ পেয়েছে। ভাইসব নিবেদিত এ নাটকের নাম ‘মুচির বন্ধু কোটিপতি’। গেল ২৮ জানুয়ারি নাটকটি প্রকাশ হয় ইউটিউব চ্যানেল গোল্লাছুট এন্টারটেইনমেন্টে। দুই দিন পর নাটকটির ১০টি অংশে ভাগ করে প্রকাশ করা হয় ফেসবুক পেজে। বিস্ময়করভাবে এর একটি অংশ ২৪ ঘণ্টায় ভিউ পায় এক কোটি ২৮ লাখ। দ্রুতই দুই কোটির ঘরে এগিয়ে যাচ্ছে ভিউ সংখ্যা। ইউটিউবেও নাটকটি এরইমধ্যে ১০ লাখ ভিউ পেয়েছে। যা দেখে অভিভূত নাটকটির রচয়িতা ও পরিচালক আকাশ রঞ্জন। এ নাটকে তিনি নিজেও অভিনয় করেছেন। তিনি বলেন, ‘সবাই বলে তারকা না থাকলে দর্শক নাটক দেখে না, সুড়সুড়ি না থাকলে দর্শক মজা পায় না। ভুল। দিনশেষে দর্শক ভালো গল্প দেখতে চায়। ভালো চরিত্র ও সংলাপ খুঁজে। তার নতুন প্রমাণ আমাদের নাটকটির বিস্ময়কর সাফল্য। ফেসবুকে মানুষ এত গভীরভাবে নাটকের বিষয়বস্তুকে গ্রহণ করছে যা আমাকে বেশ অবাক করেছে। এ ছাড়া ইউটিউবেও নাটকটি জনপ্রিয়তা পেয়েছে।’ আকাশ জানান, সম্প্রতি দেশজুড়ে আলোচনায় আসে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বন্ধুত্বের একটি খবর। সেই খবর সবার হৃদয় নাড়া দিয়ে গেছে। অনেকে অনেক কিছু শিখেছেন। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই এই নাটকের গল্প লিখেছেন তিনি। ‘মুচির বন্ধু কোটিপতি’ নাটকে বড়লোকের ছেলের চরিত্রে অভিনয় করেছেন আকাশ রঞ্জন। আর তার বন্ধু মুচির চরিত্রে অভিনয় করেছেন আহমেদ ফারুক। এছাড়াও অভিনয় করেছেন রেজমিন সেতু, জারামনি, মম শিউলি ও অনামিকা।