অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজে গিয়েছিলেন মজিদ আখতার নামের এক পাইলট। তিনি বিমান অবতরণ করাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। সে কারণে তাকে ৮৫ কোটি রুপি জরিমানা করেছে মধ্যপ্রদেশ সরকার। সরকারের অভিযোগ, পাইলট মজিদ এবং তার সহকারী শিব জায়সবালের গাফিলতিতে গত বছর গ¦ালিয়র বিমানবন্দরে অবতরণের সময় তাদের উড়োজাহাজটি রানওয়েতে রাখা একটি ব্যারিকেডে ধাক্কা দেয়। সে কারণে বিমানবন্দরে রাখা অন্য একটি উড়োজাহাজেরও ক্ষতি হয়েছে। পণ্যবাহী ওই সরকারি ক্যারিয়ারে কোভিড রোগীদের চিকিৎসার ওষুধ ও সরঞ্জামের পাশাপাশি করোনা পরীক্ষার নমুনা ছিল। তবে মজিদের অভিযোগ, রানওয়েতে রাখা ওই ব্যারিকেড সম্পর্কে অবতরণের আগে এয়ারট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে পাইলট এবং কো-পাইলটকে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি। ঘটনার তদন্তের পর গত সপ্তাহে সরকারি নির্দেশনা জারি করা হয়। তাতে বলা হয়, উড়োজাহাজটির মূল্য ৬০ কোটি রুপি। এ ছাড়া দুর্ঘটনার ফলে সেটি স্থায়ীভাবে অচল হয়ে পড়ায় কোভিড পরিস্থিতিতে কাজ চালাতে বেসরকারি উড়োজাহাজ ভাড়া করতে হয় মধ্যপ্রদেশ সরকারকে। তার জন্য খরচ হয় আরও ২৫ কোটি রুপি। সেজন্য মজিদের কাছ থেকে ৮৫ কোটি টাকা জরিমানা চেয়েছে মধ্যপ্রদেশ সরকার। যদিও এরইমধ্যে অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় মেরামত করলে বিমানটি ফের উড়ানোর যোগ্য হয়ে উঠতো। কিন্তু তার চেষ্টা করা হয়নি। এছাড়া উড়োজাহাজটির বীমার মেয়াদ শেষ হওয়ার পরও সেটি উড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। এ বিষয়ের কোনো ব্যাখ্যা দেয়নি মধ্যপ্রদেশ সরকার। মজিদের দাবি, গ¦ালিয়র বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থকে তাকে যে অবতরণের আগে রানওয়েতে রাখা ব্যারিকেড সম্পর্কে অবহিত করা হয়নি তা ব্ল্যাকবক্স পরীক্ষা করলেই স্পষ্ট হবে। তিনি তদন্তকারী দলের সামনেও সে কথা বলেছেন। কিন্তু তাতে কান না দিয়ে, একতরফা সিদ্ধান্তে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক করবেন