January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 7:30 pm

পাবনার সুজানগরে গ্রাহকের ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পোস্ট মাস্টার

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি পোস্ট অফিসের পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদ ও পোস্টম্যান নুর হোসেন বকুল দুজন মিলে কুরিয়ার সার্ভিস নগদের নামে বেশি লাভের লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
ভুক্তভোগী গ্রাহক মানিক মেম্বার, আলেয়া খাতুন, বুলু সরদার, ঝরু মন্ডলসহ অনেকে অভিযোগ করে জানান, প্রতি মাসে লাখে এক হাজার টাকা লাভ এই লোভ দেখিয়ে নগদের নাম করে নুর হোসেন বকুল ও পোস্ট মাস্টার মিলে তাদের সর্ব শান্ত করেছে।
এখন টাকা ফেরত নিতে এসে তাদেরকে পাওয়া যাচ্ছে না।
এব্যাপারে পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, তিনি এর সাথে জড়িত নন। নুর হোসেন বকুল এসব করেছে।
এঘটনায় সাগরকান্দি ইউনিয়ন চেয়ারম্যান শাহিন চৌধুরী জানান, এলাকার ভুক্তভোগী মানুষ বিষয়টি তাকে জানিয়েছেন।
পাবনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, পোস্ট অফিসের সাথে এধরণের কুরিয়ারের কোন সম্পর্ক নাই।এটা প্রতারণা করে জনগনের কাছ থেকে টাকা নিয়েছে। বিষয়টি আমি জানার পরপরই পোস্ট ম্যান নুর হোসেন কে সাতবাড়িয়া পোস্ট অফিসে বদলী করেছি। যাতে কোনো আলামত নষ্ট করতে না। এছাড়াও বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। দোষী প্রমানিত হলে শাস্তি তাকে পেতেই হবে।
আবুল কালাম আজাদ
পাবনা প্রতিনিধি।