January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 12th, 2022, 8:12 pm

মিয়ানমারে ৮১৪ বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। দেশের ইউনিয়ন ডে উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় তাদের মুক্তি দেওয়া হবে। এক বিবৃতিতে মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং এসব তথ্য জানিয়েছেন। ১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতিবছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে হিসেবে পালন করে মিয়ানমার। শনিবার (১২ ফেব্রুয়ারি) এর ৭৫ বছর পূর্তি হচ্ছে। মিন অং হ্লাইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, দেশের ইউনিয়ন ডের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় এ ৮১৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। জান্তা মুখপাত্র জ মিন তুন সংবাদমাধ্যম এএফপিকে বলেন, এবারের সাধারণ ক্ষমার আওতায় ইয়াঙ্গুনের বিভিন্ন কারাগারে বন্দীদের বেশি মুক্তি দেওয়া হবে। তবে ক্ষমা ঘোষণার আওতায় কারাবন্দী অস্ট্রেলীয় শিক্ষাবিদ শন টারনেল থাকবেন কিনা, তা জানা যায়নি। অর্থনীতির অধ্যাপক শন মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির উপদেষ্টা হিসেবে কাজ করতেন। গত বছর দেশটিতে সেনা অভ্যুত্থানের কয়েক দিন পরই তিনি গ্রেফতার হন। মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের জেল হতে পারে শন টারনেলের।