January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 12th, 2022, 8:14 pm

চারদিকে লেলিহান শিখা, পুড়ছে ক্যালিফোর্নিয়া

অনলাইন ডেস্ক :

ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। ধীরে ধীরে আবাসিক এলাকাতে ছড়িয়ে পড়ছে আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত তিনটি বাড়ি পুড়ে গেছে, ধসে পড়েছে দুটি। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। একই পরিস্থিতি আর্জেন্টিনার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ করিয়েন্টসেও। চারদিকে আগুনের লেলিহান শিখা। রাতের আঁধারে ভয়াবহ দাবানলে দাউ দাউ করে জ¦লে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের হুইটিয়ার শহর। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সমুদ্র তীরবর্তী আশপাশের অঞ্চলগুলোতেও। ধীরে ধীরে লোকালয়েও ছড়িয়ে পড়ে। পুড়ে যায় বেশ কয়েকটি ঘরবাড়ি। দুর্ঘটনা এড়াতে এরইমধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনীর সদস্যরা। তবে কালো ধোঁয়া ও বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন তারা।স্থানীয় গণমাধ্যম জানায়, আগুনের তীব্রতা সাইক্যামোর পার্কের কাছে প্রায় ৭ একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে, পরবর্তীতে দমকল বাহিনীর চেষ্টায় তা ৪ একরে নেমে আসে। তবে, এখন পর্যন্ত অগ্নিকা-ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে আর্জেন্টিনার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ করিয়েন্টসেও দাবানলের কারণে অন্তত তিন লাখ ৩০ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গাছপালা, বাড়িঘর। হুমকির মুখে পড়েছে এলাকাটিতে অবস্থিত দেশটির জাতীয় পার্কও। প্রাণহানির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন। তবে আবহাওয়া দফতর বলছে, আরো কয়েক দিন এমন পরিস্থিতি থাকতে পারে।