জেলা প্রতিনিধি, সিলেট:
দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, আল্লাহ প্রদত্ত রাসুল সাঃ নির্দেশিত বিধিবিধান পালনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় দেশের শিক্ষার হার বৃদ্ধি পেলেও এর মাধ্যমে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়নি। সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মানে ইসলামি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। নীতি নৈতিকতা সমৃদ্ব আধুনিক ব্যক্তি জীবন গঠন ও পরকালীন শান্তি সুনিশ্চিত করতে মাদরাসা শিক্ষার উন্নয়নে সকলকে মনোযোগী হতে হবে। নশ্বর এ দুনিয়ার শান্তির চেয়ে পরকালীন মুক্তির পথকে অগ্রাধিকার দিতে হবে। তিনি সুশৃংখল সমাজ ও খোদাভীরু নেতৃত্ব গঠনে মাদরাসা শিক্ষার কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি ১১ ফেব্রুয়ারী শুক্রবার বাদ আসর দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইলস্থ হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া রহঃ এতিমখানার ২য় তলার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাউথ সুরমা এডুকেশন সোসাইটি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম।
হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ষ্টারলাইট কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সালেহা নুর চৌধুরী একাডেমির পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু,
সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি’র সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত আলী লিমন, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর ডিএমডি বদরুল ইসলাম, লালাবাজার ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল মোহিত, বিবিদইল কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মুজিবুর রহমান কিনু খান, সাবেক মোতাওয়াল্লী ইউসুফ আলী, বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাদির খান কফিল, জাহাঙ্গীর আলম, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রহমান জামি।
অনুষ্ঠানের উদ্ভোধনী পর্বে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ এতিমখানার দ্বিতল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্হর স্হাপন করেন। এসময় ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ কামারুজ্জামান খান ফয়সল, দক্ষিন সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজমুল হুদা তারেক, হিলু জামে মসজিদের সেক্রেটারী সিরাজ উদ্দিন, সমাজসেবী জয়নুল হক আলম,মাদরাসার হিফজ শাখার প্রধান হাফিজ মামুনুর রশীদ, শিক্ষক আব্দুল কাদির, সাবেক শিক্ষক শাহরিয়ার হোসেন লয়েছ, সংগঠক আবু বক্কর, শাকির আহমদ, সৈয়দ ইয়াহহিয়া আহমদ, মামুনুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম নানু, আরাফাত খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন ইউসুফ আলী।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২