চুয়াডাঙ্গা সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ট্যাংরামারি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ এর মধ্যে। তার পরনে রয়েছে সাদা রঙের শার্ট ও খয়েরি রঙের প্যান্ট। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের মুখ লুঙ্গি দিয়ে বাধা ছিল। তার একটি পা ভাঙ্গা ও হাতের পাতা কাটা ছিল। এছাড়াও লাশের মাথায় আঘাত আছে।
তিনি জানান, পরিচয় শনাক্তের জন্য সিআইটি টিম কাজ করছে। আমাদের প্রাথমিকভাবে ধারণা এটা হত্যার ঘটনাও হতে পারে, আবার ট্রেনের কেটে মৃত্যুও হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই