Sunday, February 13th, 2022, 8:01 pm

ফেনীর আলমগীর বেস্ট এপেক্সিয়ান ২০২১ নির্বাচিত

জেলা প্রতিনিধি, ফেনী :

ফেনীর দাগনভূঞার কৃতি সন্তান মো. আলমগীর বেস্ট এপেক্সিয়ান ২০২১ নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৪৬তম জাতীয় সম্মেলনে নোয়াখালী ক্লাবের এপেক্সিয়ান মোহাম্মদ আলমগীর।
আলমগীর এপেক্স ক্লাব অব নোয়াখালীর ফ্লোর মেম্বার ও ২০২১ বর্ষে এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডির দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়াও আলমগীর সামাজিক সংগঠন বন্ধুর বন্ধনের দাগনভূঞা শাখার সভাপতি, করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়,ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।