January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 16th, 2022, 8:56 pm

গঙ্গাচড়ায় স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
গঙ্গাচড়ায় উপজেলা পর্যায়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক ১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আখিরুল ইসলাম। সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহসিন মিঞার উপস্থাপনায় সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক, অফিস সহকারি দেলওয়ার হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় ৩০ জন যুবক-যুবতী অংশ গ্রহন করে।