ঢাকা বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাইড শেয়ারিং সার্ভিসের পাঠাও এর একটি মোটরসাইকেলের চালক ও নারী আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠি জেলার বারেক মির্জার মেয়ে কাজল আক্তার (৩৫) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নুরুল ইসলাম চৌধুরীর ছেলে পাঠাও চালক রফিকুল ইসলাম চৌধুরী সুমন (৪০)।
মৃত কাজল স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মা ও দুই সন্তানকে নিয়ে খিলগাঁও এর দক্ষিণ গোড়ানে থাকতেন। অন্যদিকে, মৃত রফিকুল তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর তাঁতিবাজারে থাকতেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, বুধবার দিবাগত রাত ৪টার দিকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাড়িটিকে শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসআই জুয়েল মিয়া।
—ইউএনবি
আরও পড়ুন
কমলগঞ্জে পৌর বণিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে চা বাগানে গাছের সঙ্গে বাঁধা কলেজ ছাত্রের লাশ
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল