অনলাইন ডেস্ক :
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিনিয়োগ চুক্তির অনুমোদন এবং এ চুক্তি কার্যকর করতে ফ্রান্সের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে।
চীন ও ইইউ নেতাদের বৈঠক এবং দু’পক্ষের মানুষের সুবিধার জন্য কৌশলগত, অর্থনৈতিক ও বাণিজ্য, ডিজিটাল এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর নতুন উচ্চ পর্যায়ের বৈঠক সফল করতে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
বুধবার বিকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন শি।
এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বেইজিং এ ২০২২ সালের শীতকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিকে ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
ইউক্রেন সংকট নিয়ে চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে ইউক্রেন ইস্যুতে রাজনৈতিক নিষ্পত্তির সাধারণ দিকনির্দেশনা মেনে চলা উচিত।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলিকে নরম্যান্ডি ফরম্যাটসহ বহুপক্ষীয় প্ল্যাটফর্মের পূর্ণ ব্যবহার করা উচিত এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে ইউক্রেন সমস্যার একটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির চেষ্টা করা উচিত।
ফোনালাপের সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশ করলে এসব কথা বলেন শি।
আরও পড়ুন
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক করবেন