কুমিল্লার বুড়িচং উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচ জন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ময়নামতির তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, জালাল আহমেদ, সাইফুল ইসলাম ও আলমগীর হোসেন। আলমগীর হোসেন দেবিদ্বার ও বাকিরা বুড়িচংয়ের বাসিন্দা।
এছাড়া এ দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘সকাল ৭টার দিকে তুতবাগান এলাকায় কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীরা মারা যান।
লাশ উদ্ধার করা হয়েছে এবং গাড়ি দুটিও জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন