খুলনার কয়রায় সুন্দরবন থেকে হরিণ শিকারের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সুন্দরবনের মুড়লি কুরুলি খাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ পিস হরিণ ধরার ফাঁদ ও ৩টি নৌকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার জোড়শিং গ্রামের কোহিনুর ইসলাম (২৭), আমিনুল রহমান (২৮), আহসান দুলাল (২৬) ও হেলাল গাজী (২৫)।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা মূখ্য বিচারিক হাকিম আদালতে প্রেরণ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি