খুলনার কয়রায় সুন্দরবন থেকে হরিণ শিকারের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সুন্দরবনের মুড়লি কুরুলি খাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ পিস হরিণ ধরার ফাঁদ ও ৩টি নৌকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার জোড়শিং গ্রামের কোহিনুর ইসলাম (২৭), আমিনুল রহমান (২৮), আহসান দুলাল (২৬) ও হেলাল গাজী (২৫)।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা মূখ্য বিচারিক হাকিম আদালতে প্রেরণ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই