এশীয় পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) এর চেয়ার চার্লস সান্তিয়াগো বলেছেন, মিয়ানমার বিষয়ক আসিয়ানের বিশেষ দূত প্রাক সোখনকে নিশ্চিয়তা দিতে হবে যে তিনি অং সান সু চি, ন্যাশনাল ইউনিটি গভর্নেমেন্ট (এনইউজি), সুশীল সমাজ ও দেশটির সকল অংশীজনদের সাথে দেখা করবেন।
মিয়ানমার সম্পর্কে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে শুক্রবার সান্তিয়াগো বলেছেন, ‘আমরা পাঁচ দফায় ঐক্যমতের জন্য জান্তাকে দায়বদ্ধ রাখার বিষয়ে আসিয়ানের অবস্থানকে সম্মান করার জন্য কম্বোডিয়ার অবস্থানকে স্বাগত জানাই।’
এপিএইচআর চেয়ার বলেছেন, তারা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর মন্তব্যের দ্বারাও উৎসাহিত হয়েছেন। যিনি আসিয়ানের বিশেষ দূতকে এনইউজি এবং জাতীয় ঐক্য পরামর্শ পরিষদের (এনইউসিসি) প্রতিনিধিদের সাথে দেখা করার আহ্বান জানিয়েছেন।
এপিএইচআর চেয়ার বলেন, আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এই সপ্তাহে মিয়ানমারের প্রতিনিধি ছাড়াই মিলিত হয়েছে। তবে আসিয়ানকে অবশ্যই মিয়ানমার সংকটের জন্য একটি অর্থবহ এবং সমন্বিত সমাধানের পথ খুঁজতে হবে, যা মিয়ানমারের জনগণকে সাহায্য করবে।
—ইউএনবি
আরও পড়ুন
পুতিনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার
থাইল্যান্ডে সমলিঙ্গের বিয়ের আইন কার্যকর