আজারবাইজানে বুধবার সকাল ১০টার দিকে (স্থানীয় সময়) এক বাংলাদেশি শিক্ষার্থী দুর্বৃত্তের হাতে খুন হয়েছে।
নিহত রিয়া ফেরদৌসী (৩৩) রাজশাহীর পুঠিয়া উপজেলা কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, রিয়াকে হত্যা করা হয়েছে বলে ফোনে জানানো হয়েছে।
তবে কি কারণে বা কারা হত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
নিহতের ভাই ফরমান আলী জানান, তার বোন বাকু বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ালেখা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টে খণ্ডকালীন চাকরি করতেন।
তিনি বলেন, সেখানকার বাংলাদেশি প্রবাসীর মাধ্যমে শুনেছি সকালে কিছু যুবক তাকে তুলে নিয়ে গেছে। পরে পুলিশ তার হাত-পা ভাঙা লাশ উদ্ধার করে।
ফরমান আলী আরও বলেন, আজারবাইজানে বাংলাদেশি কনস্যুলেট নেই। এ কারণে ইরানে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেটের মাধ্যমে তার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি