অনলাইন ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুখবর দিয়েছেন নাসির হোসেন। গতকাল শুক্রবার বেবি বাম্পের ছবি দিয়ে জানিয়েছেন সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন তারা। নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে যুগলবন্দি ছবি দিয়ে নাসির লিখেছেন, ‘এই ক্ষুদ্র ব্যক্তির সঙ্গে সাক্ষাত করতে পেরে খুবই আনন্দিত আমি। যিনি অর্ধেক আমার, অর্ধেক আমার ভালোবাসার। শুকর আলহামদুলিল্লাহ (সব কিছুর জন্য)। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন-তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন।এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা। ওই সময় নাসিরের আইনজীবী আদালতে বলেছিলেন- তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন
আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং তাসকিনের
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস