January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 25th, 2022, 7:49 pm

নিজ দেশেই পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭০০

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এমনকি খোদ রাশিয়ায়ও ইউক্রেনে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়ার স্থানীয় সময় ভোর ৬টার সময় পূর্ব ইউক্রেনে বিশেষ ‘সামরিক অভিযান’ পরিচালনা করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে হামলার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদকারীরা বলছেন, তাদের দেশ রাশিয়া কোনো যুদ্ধের পক্ষে নয়। এসব প্রতিবাদ মিছিলে পুতিনকে একজন ‘খুনি’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের প্রতিবাদে মস্কোর পুসকিন স্কয়ারে হাজার হাজার মানুষ জড়ো হন। এছাড়াও সেন্ট পিটার্সাবার্গে বিক্ষোভ করেছেন প্রায় এক হাজার মানুষ। এ সময় তারা যুদ্ধের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। রাশিয়ার বিরোধী দলের সমাবেশে গ্রেপ্তারের ওপর নজর রাখা ‘ওভিডি-ইনফো’ নামের একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, মস্কোতে বিক্ষোভ থেকে ৯০০ জনকে এবং সেন্ট পিটার্সবার্গে ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।