জেলা প্রতিনিধি, সিলেট :
“গুনগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সিলেট এর আয়োজনে ২৭ ফেব্রুয়ারী দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে সভায় “উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা: প্রেক্ষিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো” শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মুহাম্মদ আতিকুল কবীর।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আলাউদ্দিনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলার উপজেলাসমুহের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং উপজেলা পরিসংখ্যান অফিসারগণ উপস্থিত ছিলেন।
সিলেটে পরিসংখ্যান দিবস পালন

আরও পড়ুন
বৃটেনের কার্ডিফ শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন
খুলনায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবীতে মানববন্ধন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ