January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 28th, 2022, 8:00 pm

রোটারী ক্লাব অব সিলেট সিটির টিউবওয়েল বিতরণ

রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে সিলেট শহরতলীর আখালিয়া বড়গুল এলাকার অসহায় দিনমজুর পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে সিলেট শহরতলীর আখালিয়া বড়গুল এলাকায় টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট ট্রেইনার এম আতাউর রহমান পীর।
এ সময় তিনি বলেন, রোটারী প্রতিষ্ঠালগ্ন থেকে সারা বিশ্বে জনহিতকর কার্যের মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন। অসহায় মানুষকে স্বাবলম্বি করার লক্ষ্যে রোটারিয়ানরা সব সময় সহযোগিতা করে আসছেন। এর মাধ্যমে অসহায় মানুষগণ তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ সমাজের অংশীদার হতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন এসিসট্যান্ট গর্ভনর এম এ রহিম,
ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ নুরুর রহমান, সেক্রেটারি রোটাঃ এস এ শফি, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ তানিয়া আহমেদ, আইপিপি পিপি রোটাঃএকেএম কামরুজ্জামান মাসুম, রোটাঃআহসান হাবিব, রোটাঃ মাসুক আহমদ ।