January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 28th, 2022, 8:03 pm

২৫ কেজি গাঁজা ও পিকআপসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহ তারাকান্দা থানাধীন পংদারিকেল হাজীগঞ্জ এলাকা হতে ২৪ কেজি গাঁজা এবং ০১টি পিকআপসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-১৪ ময়মনসিংহ।
২৭ ফেব্রুয়ারি ২০২২খ্রি. তারিখ রাত্র ৯.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পংদারিকেল সাকিনস্থ হাজীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ মিলন মিয়া (২১), পিতা-মোঃ হাশেম আলী, মাতা-অজুফা বেগম, সাং-নাগারার হাট, ডাকঘরঃ পাঁচদোনা, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (ক) ১২(বার) প্যাকেট পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো ২৪ (চব্বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা। যাহার মূল্য অনুঃ ৮,৪০,০০০/-(আটলক্ষ চল্লিশ হাজার) টাকা, পিক আপভেন রেজিঃ নং ঢাকা মেট্রো ন-১৮-৯২৬৬, মোবাইল স্মার্ট সেট, এবং নগদ ৪,০০০/-(চার হাজার) টাকা সহ উদ্ধার করা হয়। এব্যাপারে র‌্যাব কর্তৃক বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা হতে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।