জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন, র্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
পুলিশ লাইন্স উন্মুক্ত হল রুমে পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাইচ মো. ইলিয়াস জিকু, সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা প্রমুখ।
হুইপ বলেন, পুলিশ পরিবারের উপার্জনকারি ব্যক্তি যারা দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের শান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। আগামীতে তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে। অনুষ্ঠানে হুইপ জীবন উৎসর্গকারি ৪০ জন বীর পুলিশ সদস্যের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
গাইবান্ধায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

আরও পড়ুন
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
কুড়িগ্রাম ২২-বিজিবির বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ পালিত
কয়রার পর্যটন কেন্দ্রটি বদলে দেবে এই অঞ্চলের মানুষের ভাগ্য – খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম