January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 7th, 2022, 9:09 pm

চাঁপাইনবাবগঞ্জে ৫৭ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্র শিবিরের ৫৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সংগঠনের বই, জিহাদি লিফলেট ও গেঞ্জি উদ্ধার করে পুলিশ। নাচোল উপজেলার নেজাপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে রবিবার সন্ধ্যায় দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতা-কর্মীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, স্বপ্নপল্লী পার্কে শিবির নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সমবেত হয়েছে এমন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এই সময় ১২ থেকে ১৩ বছরের অল্প বয়সি বেশ কিছু ছেলেসহ ২০২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে সংগঠনের বিভিন্ন বই, জেহাদি লিফলেট, গেঞ্জি উদ্ধার করে পুলিশ। এর গভীর রাত পর্যন্ত যাচাই বাছাই শেষে সোমবার ৫৭ জনের বিরুদ্ধে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।

—ইউএনবি