জেলা প্রতিনিধি, ফেনী :
৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নারীদের প্রতি সন্মানপ্রদর্শণ করে ওসি হাসান ইমাম থানায় নারী সহকর্মীদের ফুল ও উপহার প্রদান করেন। তিনি দাগনভূঞা থানায় কর্মরত নারী এএসআই জান্নাত, কনস্টেবল জোবেদা, শারমীন ও সালমাকে সকালে থানায় প্রবেশের সময় ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এবং ৪ নারী পুলিশ সদস্যকে উপহার সামগ্রী প্রদান করেন।
ওসির এ আয়োজনে আবেগাপ্লুত কণ্ঠে এএসআই জান্নাত বলেন, আজ আমরা অনেক খুশি। নারী দিবসে আমাদের ফুল ও উপহার দিয়ে যেভাবে সন্মান দেখিয়েছেন এতে আমরা অনেক আনন্দিত। ওসি স্যারের এ সুন্দর আয়োজনের জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আয়োজন আমাদের কাজের প্রতি আরো উৎসাহ প্রদান করবে।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, আজকে নারী দিবসে নারীর প্রতি সন্মানপ্রদর্শনের উদ্দেশ্যে দাগনভূঞা থানার পক্ষ থেকে আমাদের নারী সহকর্মীদের সামান্য উপহার প্রদানের মাধ্যমে সন্মানিত করার জন্যই এ আয়োজন করা হয়েছে। এতে তারা উৎসাহ পাবে এবং কাজে আরো মনযোগী হবে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২