January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 7:28 pm

আবারও অস্কারের লালগালিচায় দেখা যাবে লেডি গাগার ঝলক

অনলাইন ডেস্ক :

ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক রিডলি স্কটের ‘হাউস অব গুচ্চি’ ছবিতে পাতরিৎজিয়া রেজ্জানি চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন লেডি গাগা। অথচ এবারের অস্কারের মনোনয়ন তালিকাতেই জায়গা পাননি তিনি। তবে সেই উপেক্ষা ভুলে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই মার্কিন গায়িকা-অভিনেত্রী! ফলে অস্কারের চকচকে লালগালিচায় তার ঝলক দেখা যাবে আরেকবার। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে যারা পুরস্কার তুলে দেবেন, সেই তালিকায় আছে লেডি গাগার নাম। ২০১৯ সালে ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির সুবাদে অস্কারে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পান তিনি। ওই আসরে ছবিটির ‘শ্যালো’ গানের সুবাদে অস্কারে সেরা মৌলিক গান শাখার পুরস্কার ওঠে তার হাতে। ৯৪তম অস্কার মঞ্চে লেডি গাগার পাশাপাশি পুরস্কার বিতরণের জন্য চূড়ান্ত হয়েছেন আমেরিকান অভিনেতা রামি মালেক, কেভিন কস্টনার, ক্রিস রক, জন লেগুইজেমো, অভিনেত্রী উমা থারম্যান, জোয়ি ক্রাভিৎস, রোজি পেরেজ, কস্টিউম ডিজাইনার রুথ ই. কার্টার, ব্রিটিশ অভিনেত্রী লিলি জেমস এবং চীনা বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা সিমু লিউ। রীতি অনুযায়ী আগেরবারের সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রী এসব শাখার পুরস্কার তুলে দিতে অস্কার মঞ্চে ফিরবেন। এ তালিকায় থাকছেন ব্রিটিশ অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স, ড্যানিয়েল কালুইয়া, আমেরিকান অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড ও দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ইয়া-জাঙ উন। অস্কার অনুষ্ঠানের প্রযোজক উইল প্যাকার বলেন, ‘চলচ্চিত্র আমাদের অনুপ্রাণিত করে, বিনোদন দেয় এবং বিশ্বজুড়ে আমাদের একত্র করে। এটাই এবারের আয়োজনের প্রতিপাদ্য। চলচ্চিত্রের প্রভাব উদযাপন এবং চলচ্চিত্র নির্মাণে গত বছরের সেরাদের সম্মান জানাতে অস্কার মঞ্চে যারা আমাদের সহায়তা করবেন, সেইসব আকর্ষণীয় তারকার লাইনআপ সাজাতে পেরে আমরা রোমাঞ্চিত।’ অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ জানিয়েছে, অস্কার মঞ্চে পুরস্কার প্রদান ছাড়াও বিভিন্ন পরিবেশনায় যারা অংশ নেবেন তাদের বাকি তালিকা আগামী সপ্তাহে জানা যাবে। ৯৪তম অস্কার সঞ্চালনা করবেন আমেরিকান অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনে এবারই প্রথম তিন নারী সঞ্চালক দেখা যাবে। হলিউডের ডলবি থিয়েটারে এবারের পুরস্কার বিতরণের মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ। বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে এই আয়োজন সরাসরি দেখাবে এবিসি টেলিভিশন নেটওয়ার্ক। এ ছাড়া অস্কারের ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।