অনলাইন ডেস্ক :
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব জায়গায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়েছিলেন। অথচ শিল্পের এ মাধ্যমে কখনও অভিনয় করা হয়ে উঠে এ জনপ্রিয় শিল্পীর। তালিকায় নাম উঠার ২০ বছর পর রেডিও নাটকে অভিনয় করলেন মিলন। ‘সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে’ শিরোনামের নাটকটি রচনা করেছেন তারেক মঞ্জুর এবং প্রযোজনা করছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। এতদিন বেতারের নাটকে কেন কাজ করেননি তা ব্যাখ্যা করে মিলন বলেন, ‘২০০২ সালে বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হই। কিন্তু সময়ের কারণে কাজ করা হয়ে উঠেনি। এবার সময় পেলাম তাই বেতারের জন্য একটা নাটকে কাজ করলাম। নাটকটিতে আমি সূত্রধর চরিত্রে অভিনয় করছি। বেতারে ইন্টারভিউ দিয়েছি, টকশোগুলোতে কথা বলেছি। কিন্তু এই প্রথম নাটকে কাজ করে অনেক ভালো লাগছে।’ কাজের অভিজ্ঞতা জানিয়ে মিলন বলেন, ‘এটা নতুন চ্যালেঞ্জ, আমরা সাধারণত যেভাবে অভিনয় করি তেমনটা ছিল না। এইখানে কণ্ঠ দিয়ে সবকিছু করতে হয়। আশা করছি, নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।’
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!