অনলাইন ডেস্ক :
রাতের অন্ধকারে কী অঘটন ঘটিয়েছেন যার জন্য এখনো অনুতপ্ত জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা চাঁদনী? আমেরিকার নাগরিক হয়েও কেন দেশে ফিরে মিডিয়ায় নিয়মিত হলেন তিনি? কার জন্য এখনো তিনি রাত জেগে থাকেন? রাত-বিরাতে বাইরে গেলে কী কথা প্রায়ই শুনতে হয় তাকে? দিনে দুপুরে কী চুরি হয়ে গেছে তার? সবই জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র ‘দিন-রাত’ পর্বে। এ ছাড়াও ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফর্ম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মনা সিদ্দিক হৃদয়। আবু হেনা রনির উপস্থাপনায় ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝালে’র ‘দিন-রাত’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে আজ মঙ্গলবার রাত ১১.২৫ মিনিটে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!