অনলাইন ডেস্ক :
টিভি নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সভাপতি পদে মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির নির্বাচিত হয়েছেন। গত রোববার রাতে টেলিপ্যাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ এ তথ্য জানান। বাকি পদে কারা নির্বাচিত হয়েছেন তা রাতের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি। ২০২২-২৪ মেয়াদি টেলিপ্যাবের নির্বাচনে মোট ২৭ পদের জন্য মনোয়ার ও সাজু একই প্যানেল থেকে নির্বাচন করেছেন। তাদের বিপরীতে নির্বাচন করেছেন সাজ্জাদ হোসেন দোদুল ও রোকেয়া প্রাচী প্যানেল। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনভর ভোটগ্রহণ হয়েছে; তার ২৪ ঘণ্টা পর ফলাফল নিয়ে সামনে এলেন নির্বাচন কমিশনার। ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২৩২ জন।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!