অনলাইন ডেস্ক :
বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত চলচ্চিত্র। এর নাম ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মন্ডল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এখানে তার বিপরীতে আছেন সংবাদপাঠিকা ও গবেষক রেহনুমা মোস্তফা। বিজ্ঞাপন সিনেমাটি শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। শাপলা মিডিয়ার মুখপাত্র অপূর্ব রায়। বলেন ‘লকডাউন লাভ স্টোরি’ শুক্রবার (২৫ মার্চ) সারাদেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। আশা করছি এই সিনেমাটা দেখতে দর্শক সিনেমা হলে আসবে। এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরলেন শাহ আলম মন্ডল। তিনি বলেন, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনাভাইরাসের জন্য আমাদের জীবনে লকডাউনের যে প্রভাব তার চিত্র ফুটে উঠবে ছবিটিতে। এই ঘরবন্দী সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিলো সে গল্পও উঠে আসবে। ছবিটি প্রিমিয়ার শো দেখে সবার প্রশংসা করছে। আমি আশাবাদী এটি দর্শকের মন ভরাবে।’ নায়ক ইমন বলেন, ‘একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মন্ডল ভাই যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমার বিশ্বাস এই সিনেমা দর্শকের ভালো লাগবে। ’
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!