অনলাইন ডেস্ক :
সমসাময়িক অভিনেত্রীরা চুটিয়ে ওয়েব প্ল্যাটফর্মে কাজ করছেন। আর চলতি সময়ের জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অপেক্ষা করেছেন উপযুক্ত সময়ের। সময়টি চলে এসেছে বলেই কি না ওয়েবে হাজির হয়েছেন তিনি। ভিকি জাহেদের ‘রেডরাম’ ওয়েব ফিল্মের পর প্রকাশ হতে যাচ্ছে আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’। এ ওয়েব সিরিজে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চলতি মাসেই ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’- এ সিরিজটি অবমুক্ত হবে। মেহজাবীন এ কাজ প্রসঙ্গে বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে নারীর অনুভূতিকে প্রাধান্য দেয় এমন কাজ করতে চাই। ‘সাবরিনা’ এমন একটি গল্প যা সমাজের সকল নারীকে তুলে ধরে। গল্পটি আমার পছন্দের। এমন কাজ দর্শকের কাছে পৌঁছানো প্রয়োজন।’ নির্মাতা আশফাক নিপুণের সাথে নাটকে কাজ করেছেন মেহাজাবীন। এবার ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা হলো। প্রিয় এ নির্মাতার সাথে কাজ সবসময় উপভোগ করেন মেহজাবীন। ‘সাবরিনা’ যতœ নিয়েই নির্মাণ করেছেন নিপুণ। তবে বাজেট ভালো থাকলেও আরেকটু সময় পেলে আরও ভালো কাজ হতো বলে জানান মেহজাবীন। এ ওয়েব সিরিজে আরও আছেন নাজিয়া হক অর্ষা, ইয়াশ রোহান, রুনা খান প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্মে অভিষিক্ত হতে সময় নিয়েছেন মেহজাবীন। এ প্রসঙ্গে তার মত, ‘আমি চাচ্ছিলাম ওটিটিতে আমার অভিষেকটা খুব ভালোভাবে হোক। আমার চরিত্রটা মানুষ মনে রাখুক। সে চেষ্টায় আমি সবকিছুই ধীরে-সুস্হে করি। কিন্তু যখনই করি শতভাগ আন্তরিকতা দিয়ে কাজ করতে চেষ্টা করি।’ ভিকি জাহেদের ‘রেডরাম’- এ দর্শকের সাধুবাদ পেয়েছেন মেহজাবীন। এ ওয়েব ফিল্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজ শেষে বাসায় ফিরে দর্শক হালকা কিছু দেখতে পছন্দ করে। আমিও এমনটা করি। কমেডি, রোমান্টিক কমেডি এটার দর্শকশ্রেণি আগে থেকে তৈরি করা আছে। মেধা খরচ করতে হবে, এমন কিছু আমরা খুব একটা দেখতে পছন্দ করি না। আমরা সবসময় বিনোদন চাই। এর বাইরেও ভিন্ন ধারার বিনোদনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ব্যাপারটি ইতিবাচক।’ মেহাজাবীন মনে করেন ওটিটি প্ল্যাটফর্মকে সময় দিতে হবে। দশ বছর পর তার মান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। ক্যারিয়ারের ১২ বছর পার করে তার মনে হয় দর্শকের ভালোবাসা ও দোয়ায় আজ তিনি এ পর্যায়ে। মাধ্যম নিয়ে ভাবছেন না তিনি। তার ভাষ্যে, ‘এককালে অভিনয়কে পেশা হিসেবে নেওয়া যেত না। সাথে অন্য কিছু করতে হতো। এখন পেশা হিসেবে অভিনয় নেওয়া যায়। আমরা ভাগ্যবান। আমি মাধ্যমকে গুরুত্ব দিচ্ছি না। গল্পকে প্রাধান্য দিচ্ছি। বড়পর্দায় সময় দিতে গেলে টেলিভিশনের ভালো গল্পে কাজের সুযোগ হারাতে হতে পারে। সময় হলে বড়পর্দায় কাজ করতে পারি। তবে কাজের চেয়ে ভালো গল্পে কাজ করা গুরুত্বপূর্ণ।’ এদিকে সম্প্রতি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে ভিকি জাহেদ পরিচালিত ‘পূনর্জন্ম’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন মেহজাবীন। এ সম্মাননার জন্য নিজের টিম ও দর্শককে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!