ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনীর গোলার আঘাতে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা। তিনি কিয়েভ ও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডারের জন্য কাজ করতেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনুসন্ধানী ওয়েবসাইটটির বরাত দিয়ে এ তথ্য জানায়।
বাউলিনা পডিল জেলায় ক্ষয়-ক্ষতির চিত্রধারণের সময় মারা যান বলে জানায় ওয়েবসাইটটি।
এর আগে বাউলিনা রাশিয়ার বিরোধী ব্যক্তিত্ব আলেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করেছিলেন এবং রাশিয়া ত্যাগ করেন তিনি।
দ্য ইনসাইডার জানায়, এ সময় গোলার আঘাতে আরেকজন নিহত ও আরও দুজন আহত হন।
বাউলিনাকে নিয়ে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের এক মাসে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু