December 31, 2025
Sunday, March 27th, 2022, 8:09 pm

দাগনভূঞায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

জেলা প্রতিনিধি, ফেনী :
মহান জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ০৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহি, থানার ওসি মো. হাসান ইমাম ও মুক্তিযোদ্ধা এম এ রব প্রমুখ। অনুষ্ঠানে ১৪০ জন মুক্তিযোদ্ধা ও ১৬০ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।