January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 3rd, 2022, 8:48 pm

এতিমদের সাথে ফেনীর পুলিশ সুপারের ইফতার

ফেনী প্রতিনিধি

রমজানের প্রথম দিনই এতিমদের সাথে ইফতার করলেন ফেনীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।রবিবার ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছহাকিয়া এতিমখানার এতিমদের সাথে ইফতার করেন তিনি। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, নাদিয়া ফারজানা,ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ইমাম হাছান কচি ও এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা নুরুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।