জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় বিজয়নগরের যুবলীগ নেতা, (চা পাতা ব্যবসায়ী) মো: রহমত আলী (৪৫) নিহত হন। তিনি, উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের মৃত ছুরু রহমানের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য।
স্থানীয় ফয়েজ মেম্বার, গনি মিয়া, ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ৪ এপ্রিল, রাতে ব্যবসায়ীক কর্মচারী বুধন্তী গ্রামের হারুন মিয়ার ছেলে মনির হোসেন (১৯) কে সঙ্গে নিয়ে, ব্যবসায়ীক কাজ শেষে নিজস্ব অ্যাপাচি মোটরসাইকেল যোগে বাড়িতে আসার পথে, রাত্র ৩.১০ মিনিটে, সরাইল উপজেলার ইসলামাবাদ নামক এলাকায় পৌঁছলে পেছনদিক থেকে আসা অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দিলে এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়, মোটরসাইকেল আরোহী মনির হোসেনের মোবাইল ফোন থেকে বাড়িতে ফোন করে ঘটনা সম্পর্কে অবহিত করেন, খবর পেয়ে বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয় অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে, এম্বুলেন্সযোগে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো: রহমত আলীকে মৃত ঘোষণা করেন এবং আহত মনির হোসেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং বাদ আসর মৃত রহমত আলীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালবেলা খবর জানতে পেরেছি,রাতে অজ্ঞাতনামা গাড়ি তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয় এতে তারা মারাত্মকভাবে আহত হয় এবং ঢাকা পঙ্গু হাসপাতালে একজন মৃত্যু বরণ করেন অপরজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, মৃত লাশের অভিভাবকবৃন্দের কোনো অভিযোগ না থাকায় সরকারি সকল নিয়মকানুন মেনে বিনা ময়নাতদন্তে অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করা হয়,
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২