ঢাকার নিউ এয়ারপোর্ট রোডের বনানী-কাকলী ক্রসিংয়ে বুধবার সকালে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
তবে গাড়ির চালক ও এক যাত্রী অক্ষত আছেন বলে জানা গেছে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ইস্কাটন থেকে মিরপুরগামী গাড়িটিতে ক্রসিংয়ে পুলিশ বক্সের কাছে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এই ঘটনা ঘটতে পারে।
—ইউএনবি
আরও পড়ুন
এমা অ্যাওয়ার্ডে প্রথমবার পুরস্কার জিতল বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার