জেলা প্রতিনিধি, পাবনা
পাবনার ঈশ্বরদী রূপপুের নিনর্মাণাধীন পারমাণবিক বিদ্যুত প্রকল্পে ক্রেন থেকে ভারী লোহা পড়ে বিল্লাল প্রধান (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সাড়ে তিনটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল কিশােরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বুড়িকান্দা গ্রামের ইসমাইল প্রধানের ছেলে। তিনি প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা