ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের একটি দিঘী থেকে কাঠের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের একটি দিঘী খনন করার সময় মূর্তিটি উদ্ধার হয়।
উদ্ধার হওয়া মূর্তিটি ১৩ ইঞ্চি লম্বা। বর্তমানে এটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুম হওয়ায় দিঘীটির খনন কাজ করানো হচ্ছিল। খনন কাজে ব্যবহৃত ভেকুতে কাদামাখা অবস্থায় মূর্তিটি উঠে আসে। স্থানীয়রা প্রথমে এটিকে কষ্টিপাথরের মূর্তি ভাবে। পরে খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, মূর্তিটি কাঠের বলে ধারণা করা হচ্ছে। প্রত্নতত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে মূর্তিটি সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে।
—ইউএনবি
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা